Letter Writing Bengali

IGCSE Bengali > Composition - Letter Writing

IGCSE পরিক্ষায় ২৫০ শব্দে একটি composition লেখতে দেয়া হয় । দু-এক স্থলে পত্রিকা সম্পাদক বা অন্য কোন কর্মকর্তা বা দপ্তর-আধাকারিদের কাছে লিখতে দেয়া হয় । চিঠির বিশয় ভাল করে বুঝে শব্দের মধ্য পুনরাবৃত্তি পরিহার করে গুছেয়ে লিখতে হবে ।

প্রথমেই চিঠির layout বা নকশা সম্পর্কে ধারনা নেওয়া যাক ।

  1. এ স্থানে থাকবে প্রেরকের থিকানা ।
  2. এ জায়গায় থাকবে তারিখ
  3. এখানে সম্বধন ।
  4. এখান থেকে মূল চিঠি শুরু। বিষয় অনুসারে অনুচ্ছেদ ভাগ করে লিখতে হবে । বেক্তিগত ছিথিতে সাধারণত প্রথম অনুচ্ছেদ প্রাথমিক কুশল বিনিময় হয়। পরে প্রয়োজনমত অনুচ্ছেদ রচনা করতে হবে । শেষ অনুচ্ছেদ বিদায় সম্ভাষণ থাকে ।
  5. এখানে থাকে লেখকের নাম । তার আগে সাধারণত স্নেহের, শুবাকাঙ্খি, আপনার বিশ্বস্ত ইত্তাদি জথাপ্রয়জজ্ঞ শব্দগুচ্ছ ব্যাবহৃত হয় ।

এভাবে আসা যাক ভাষা প্রসঙ্গ । বন্ধুর কাছে লিখলে চিঠির সুরটি খুব অন্তরঙ্গ হবে । তবে সাধু চলিত মেশানো যাবে না । এবং আঞ্চলিক বুলি যত কম ব্যাবহার হয় তত ভাল । শ্রধেয় কারও কাছে লিখলে চিঠির ভাব এক্তু সমত্রম বোধ থাকবে । অনেক সময় প্রবাশি বন্ধু বা আত্মিকে চিতি লেখতে বলা হয় । চিঠির বিশয়বস্ত এবং যে ভাষার তুমি তা লিকছ তাতেই সে প্রমান হবে যে, চিঠিটি বিদেশে যাচ্ছে ।

 

Previous |

Next